আচ্ছা বলতে পারো মশাই
অফিস পাড়ায় কালাম-সেন রা  
কেনো আজকে কসাই ?
অর্থ লুটে চেটেপুটে
নানান রকম ফন্দি এঁটে
চলছে ও ভারী ডাটে !!


বিলাস-বহুল বাড়ি-গাড়ি
ফান্দে ফেলে লুটে নারী
দেখছি বাহাদুরি !
যেমন খুশি তেমন সাজে
’ওরা ‘,নাকি সত্যি বাজে
আমাদের-ই মাঝে !!


এ-সব কথা সবাই জানে
অভ্যস্ত তাই মনে মনে
চেতন গাঁজার টানে !!
শুনছি এবার জোরে সোরে
বদলে যাবে অবাক ভোরে
তাই কী সবাই ঘোরে !!


পাপের শাস্তি দেখলাম তো ভাই
ফাঁসিতে ওই ঝুললো সবাই
এমনটাই দেখতে চাই !!
সু-শাসন আর মানবতা
হয় না যেন কথার কথা
শুনছিস মর্মব্যথা !!


সবুজাভ হোক রক্তে কেনা
ফুটুক ডালে হাসনা হেনা
ঘাঁটে অনেক দেনা !!