স্বধিীনতা , এ-এক অম্লেয় ইতিহাস -
শতাব্দির পর শতাব্দি ঝরেছে হু-হুতাশ ,ঝরেছে রক্ত !
কতো জাতি-অজাতির খড়গ-নির্যাতন ,নীল হয়েছে …
মানচিত্র ,নির্মম নিগ্রহ শোষণের সিঁড়ি বেয়ে !!


স্বাধীনতা , এ- এক অবাঞ্চিত অধ্যায় -
যুগের পর যুগ ,সেই প্রাচীন সময় থেকে …
রাঢ় ,দ্রাবিড় ,আর্য ,পাল ,সেন …আসে চেঙ্গিস খান ও তার অনুসারী বিজেতাদের-
হামলায় বিপর্যস্ত তুর্কি-আরব-উজবেকিস্তান-ইরানী ,আফগানিস্তান…
হাবসি : ভাগ্যান্বেষী ,শাসক বনে যায় এই বঙ্গের !আরো কতো জাত ,আসে-
পতুর্গিজ ,জাপানী ,চাইনিজ ,ইংরেজ !!বঙ্গভঙ্গ ,শকুন বনে-
হায়েনা বনে পশ্চিম পাকিস্তান --
সময়ের শাসন -শোষণ ,অহোময় নির্যাতন শত শত বছরের এপিসোড হয়ে ,
আজোও স্মৃতি হয়ে ফিরে পদ্মা -মেঘনা যমুনা-ব্রহ্মপুত্রের আলপথ ধরে ।
এরাই বাদশাহ সেজে ,সুলতান সেজে এই বঙ্গ করেছে শাসন ,
রয়ে গেছে কোটি কোটি ছাপ আর নিদর্শণ !
তাদেরই জিন বয়ে বেড়ায় কোটি কোটি বঙ্গাল ,তাদেরই তো ,
উত্তরসূরি আমরা ,ধমনীতে বহমান স্রোতের সাতকাহন!


স্বাধীনতা ,এ-এক রক্তাত্ত  অশ্রুভেজা  বৃষ্টিস্নাত ভেজামাটির নবান্নের মাঠ -
ফুল ফুটেছে ,ঝরে গেছে … সবুজ হয়েছে বিবর্ণ !
বেষম্য আর বর্ণের খেলায় ছিন্নভিন্ন বঙ্গাল হয়েছে বাঙালি ,
অনেক রক্ত আর সংগ্রামের পথ ধরে এসেছে মুক্তিযুদ্ধ !
লাখো জনতার লাশ আর সম্ভ্রম -আত্মত্যাগে শাপলা ফুটেছে ,সাহসী প্লাবনের ,
পর কোমল পলিমাটিতে ! লাল-সবুজের পতাকা পতপত করে উড়ছে,
বিশ্বের মানচিত্রে !!!
অনেক দুর্গম গিরিপথ পেরিয়ে পেয়েছি ,অর্জিত সাগর সমান সন্মান -
শ্বাস ফেলার মুক্তাঞ্চল ,হাসি -কাঁদি আমার নিজ মায়ের বুকে !!
এরপরেও রয়ে গেছে এক পাহাড় দীর্ঘশ্বাস …
যার যাতনা বলয় -এ বসে আছি নির্বিকার !!!
কবে আসবে শাণিত শপথের হাতিয়ার-আরেকবার …