শীত যে মানে মায়ের হাতে পিঠে পুলি পায়েস ,
শীত যে মানে মজাই মজা অন্যরকম আয়েশ ।
শীত যে মানে নদীর বুকে মুগ্ধ মনে ভাসা ,
শীত যে মানে শিশির ভেজা ঘাসে মনটা খাসা ।


শীত যে মানে নিবিড়তায় প্রিয়ার কাছে থাকা ,
শীত যে মানে আপনজনকে কাছে কাছে রাখা ।
শীত যে মানে লেপ -কাঁথাতে জড়োসড়ো হওয়া ,
শীত যে মানে সোনালী রোদ মিষ্টি মধুর পাওয়া ।


শীত যে মানে দুস্থজনের মাঝে আলোর আশা ,
শীত যে মানে কিছু করা চিত্তে তৃপ্তির হাসা ।
শীত যে মানে সবুজ গাঁয়ে শৈল্পিক ফুলের ডালা ,
শীত যে মানে খেঁজুর রসের ,শাক -সবজির মেলা ।


শীত যে মানে উচ্ছল ঢেউয়ে লুটোপুটি খেলা ,
শীত যে মানে বনভোজন আর ফিরে দেখার বেলা ...।