মেঘলা আকাশ যেনো বারবার ফিরে চায় ,
এক অদৃশ্য মায়ায় ; পথে হাঁটি নীরবে -
স্নানের প্রত্যাশাই ... কেনো তপ্তদেহ ,
শান্তি চায় ? -এ এক রহস্যের তিমিরে ,আছি আচ্ছন্ন !


নদীর মতোই তো দিয়েছিলাম ,উজাড় করে -
ফুলের সৌরভে মোড়া ছিলো নিশি ,
ছিলো সজনে পাতার মত সবুজাভ প্রভাত ;
দুপুর ,স্নিগ্ধ প্রহরের দিবস-রজনী -মেরুন আভায় ভরা !!
তবে কেনো ,হলো এলোমেলো ?


মাথা তোলা তো স্বভাব ছিলো না কেনো কালেই ,
সাদা-সিধে ছিলো চিত্ত ঠিক সাগরের মতো -
তবুও ঝরলো অশ্রু,এ-দুই চোখ বেয়ে ...
চাবুকে করলো ক্ষত-বিক্ষত ,মাত্রাধিক্য ।


রণক্লান্ত এই আমি ,আজ নির্জনে বসে ভাবি -
শসিমুখি হয়েও প্রশমন করেনি চিত্ত ,কীসের রসে ?
শীতলপাটি ভেবেই তো রেখেছিলাম বুকে ,
শিহরন জোটেনি ,সুধায় সিক্ত হইনি ...
সাধন হলো সব মিছে !!!