তুমি কালো না ধল বন্ধু তা তো দেখেনি ,
প্রমত্ত স্নিগ্ধ সুমনা তুমি অন্য কিছু খুঁজিনি ..
তুমি ঝরনার মত জোছনার মত বৈদূর্য্যের আধার ,
বসন্তের ফাগুন তুমি ,সুবাসিত চারিধার !


শিশিরে ভেজা প্রকৃতি তুমি ,ভাঁজে ভাঁজে সৌরভ ..
তোমায় কাছে পেয়ে তৃপ্ত ,তুমি মোর গৌরব !
তুমি উজাড় করে দিয়েছো মোরে নিঃস্বার্থ ভোরে ..
বাকি রাখোনি ..স্বর্গীয় দান দিয়েছো অকাতরে ।


আমি মুগ্ধতাই চির আবদ্ধ ,সুধা করেছি পান ,
বৈরাগী আমি তোমায় পেয়ে ভরেছে আমার প্রাণ ,
বৈতালিকী ছন্দে নিশুতিতে পেয়েছি ওগো তোমার ঘ্রাণ ..
নির্বাক হয়েছি তোমার উঠোনে কী স্বর্গীয় দান !!!!!