এখন তোকে কি করে বোঝাই বল


নিরুদ্দেশ আমার সঙ্গে চল


মেঘ রোদ্দুর দেখাই কালচে ঝিল


বৃষ্টির গান গাইছিল গাংচিল।



মাথার ভেতর মগজ ভরা ছবি


সবার সাথে সবাই আছে বাঁধা,


ছুঁয়ে দিলেই হুমড়ি খেয়ে পরে


একএক গল্প একএক রকম ধাঁধা।



কিন্তু সেই আলো আঁধারির মুখ


দেহের স্মৃতি মনের চেয়ে গাঢ়,


চেষ্টা করে দেখো ই না একবার


আমায় যদি ভুলতে তুমি পারো।



আমিই তবে চেষ্টা করে দেখি


মনের মদ্ধে অলীক আর এক মেয়ে,


(যদিও) খুঁজে নিতে অনায়াসে ই পারি


তোর মুখটাই খুঁজছি দু চোখ চেয়ে।



বুঝবি না তুই কথা কিছুই, তোর সাথে আজ আড়ি,


তোমার দিকে পিঠ ফিরে শুই, সেটাই দরকারী,


মাথার ভেতর তুমিই অন্য নারী।