ছাঁদে উঠি নিশি রাতে
দেখি আকাশ জুড়ে তারার মেলা,গ্রহ’রহে লুকোচুরি
নদীর জলে চাঁদের হাসি,পরদা ফাঁকে
অন্দর মহল।
বাজে রাখালের বাঁশি,কিশোরীর মুখে সু-মধুর গান
ফুলের পরিচায়ক সবাই মাতোয়ারা।
শহরে বিরাট জ্যাম,বিকট ট শব্দ,অতিষ্ঠ জীবন
কোথায় শান্তি,শান্তির বড়ই অভাব।
মানুষ মাটির সৃষ্টি,অথচ মাটিতে ঝুঁকি না
ঝুঁকি সীমাহীন আকাশে
ফিরি আসি শূন্য হ্রদয়ে আবাহীন জন সমুদ্র
এ কেমন জীবন।#