পাহাড়ের ঝর্ণা ধারা
নদী-সাগরের মিলন মোহনা,
ঢেউয়ের তরঙ্গ মালা,সে তো আমার বুকের কষ্ট গাঁথা।
দিনের রক্তিম আভায় পৃথিবী যখন  রোমাঞ্চকর
নীলাকাশে সন্ধ্যার উদিত চন্দ্রালোক
নির্জনে বসে সঙ্গী হারা নিরপরাধা ফাঁকা দৃষ্টি
সে তো আমার বুকের কষ্ট গাঁথা।
বকুল গাছের নীচে দাঁড়িয়ে আজ চেয়ে থাকি
তুমি আসবে, কথা বলবে ।
তুমি শোন,নীলাকাশের নীচে সবুজ ঘাস দাঁড়াই মমতার বাঁধনে।
বিকালে সোনালী রোদ
উত্তরের হিমেল বাতাস, মাথার ভিজে চুল
শুকিয়ে যায় ভালোবাসার চাদরে।
তোমার বিরহে আমার বুকের পাঁজর ভাঙ্গে
ভাঙ্গা হাড়ের যন্ত্রনা আমাকে কাঁপিয়ে তুলে
সে তো আমার বুকের কষ্ট গাঁথা।#