আমার বিবেক-বুদ্ধি ,চেতনার বড়ই অভাব
নির্মম-নির্যাতন  সহ্য করি নিরবে।
আগুনের তপ্ত জ্বালা,দগ্ধ দেহ
এক দৃশ্যমান প্রতিমা
মুখে নেই প্রতিবাদের ভাষা।
দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহল
আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরছে
বহে চলছে রক্ত স্রোত।চলছে সাম্প্রতিক দাঙ্গা
কোথায় মানবতা? মানবতা আজ  নিরবে কাঁদে
নিরব কেন, বিবেকের আদালত ?
তাই তো বলতে হয়,এ নসর পৃথিবীতে
আমি এক ঘুমন্ত দাঙ্গা।