আমি সাগরের ন্যায় গভীর
পৃথিবীর ন্যায় বিশাল নই
কিন্তু আমার বিশ্বাসের গভীরতা বিরাট।
আমি পাহাড়ের ন্যায় সুদৃঢ়,স্রোতের মত
গতি মান নই,কিন্তু আমার কথার দৃঢ়তা বিশাল।
আমি কচু পাতার পানির ন্যায় ধৈর্য্যে হীন নই
কিন্তু, আমি অসীম ধৈর্য্যেশীল।
আমি লজ্জাবতী গাছের ন্যায় দুমড়ে পরি এমন টি নয়
আমার সাহস-শক্তি অবিচল।
আমি মরু সাহারার বুকে, পিপাসিত যুবকের বোবা কান্না,
আমি নিশি রাতে, জোয়ার-ভাটা।
আবার তোমার চিন্তা-চেতনায়, আমি তুচ্ছ-নগণ্য ও অপদার্থ
আমার বিশ্বাসে, আমি এক অতুলনীয় মানুষ বটে।#