জীবনের শেষ ডাক এসেছে
বল,অবহেলার সময় কোথায়? আমার দরজায় বাজে
বিরতিহীন শান্তির শব্দ মালা।
চলে যায় দুরে,আলোময় পৃথিবী,নেমে আসে ঘোর অন্ধকার
তারপর,সদ্য তাজা ফুলের ঘ্রাণে
আমি স্বর্গীয় আলোর বন্যায় ভাসি।
আমার জীবন,প্রবেশ করে সুখের বসন্তে
ফুটন্ত গোলাপের হাতসানি, নিত্য আমার সাথী।
খোদার রহমে, আমি ঘুমের মহা রাজ্যে রাজাধিরাজ
শান্তির বারিধারায় নিমগ্ন অনন্ত কাল।#