মাকে ডাকি মাম্মি বলে
ড্যাডি মানে পিতা
খালা-ফুফু আন্টি ডাকি
বাংলা বলা তিতা।


অন্য ভাষায় কথা বলি
গর্ব করি নিজে
বাঙ্গালী যে যায় না বলা
করি এখন কি যে।


বুকের রক্ত,রক্ত নদী
বাংলা হল অর্জন
আনন্দেতে ছুটে বেড়াই
বাঙ্গালী ত্ব বর্জন ।


মাতৃভাষা ভুলছি মোরা
কি যে হিসাব করি
অন্য ভাষা ছেড়ে এবার
এসো বাংলা বলি।