খালে বিলে অনেক পানি বানে দিশা হারা
বাসা বাড়ি সব হারিয়ে সবাই আত্মহারা
টাকা কড়ি সহায় সম্পদ গেল পানির তলে
মাথায় হাত,বুক ভিজে যায় শুধু অশ্রু জলে।


রাস্তা-ঘাট,বিজ-কাল ভাট ভেঙ্গে চুড়ে সারা
যোগাযোগে নেই ব্যবস্থা,শত শত পাড়া
ঘরবাড়ি ভেঙ্গে গেছে, ভাঙ্গে গাছের সারি
সহায় সম্পদ সহযোগিতা পাই না তাড়া তাড়ি।


পরস্পরে মিলে মিশে সবাই মোরা মিতা
তাদের মুখে খাদ্য দিয়ে করি সহযোগিতা
বাড়িয়ে ধরি দুটি হাত, টাকার মালিক যারা
তাদের মুখে ফুটবে হাসি দেখবে দেশের পাড়া।#