ঋতু চক্রে নদী মাতৃক দেশ
চলছে পালা বদলের হাওয়া
কোটার নিয়মে নীরবতা,ঝুলে আছে সব আশার স্বপ্ন ।
জীবনের অক্সিজেন নিঃশেষ
বেচে থাকার নিমিত্তে প্রার্থনা প্রভুর কাছে।
অতিক্রম হয়েছে সাত চল্লিশ,একাত্তর
চলে গেছে অনেক বসন্ত,তবে কি জীবনের
বসন্ত ফিরে এসেছে?
রক্তে কিনা সবুজ মাটি,পেয়েছি পতাকা
এ পতাকার নাম,” রক্তে ভিজা লাল” পতাকা
যা বাঙালির মহা গৌরব।#