আমরা জাতিগত বাঙ্গালী
ভয় শিখিনী,শিখেছি বিজয়।
বাহান্ন সাল,শুরু হল মাতৃ ভাষার লড়াই
এক সাগর রক্তের বিনিময়ে
মাতৃভাষা দিয়েছি মায়ের কোলে
হয়েছি ভাষা সৈনিক।
প্রবাহ মান  রক্ত কণিকা,এক বুক সাহসী সাহস
আমি এক বীর মুক্তি যোদ্ধা।
১৯৭১ সাল। পাক বাহিনী র সহস্র জুলুম,অত্যাচার
মুক্তি বাহিনির খালি হাত,ঝাঁপিয়ে পরি
পাক হানাদারের  উপর। ত্রিশ লক্ষ্য শহীদের
তাজা রক্ত,মা-বোনের ইজ্জত আবরু র বিনিময়ে
স্বাধীনতার লাল সবুজ পতাকা উড়িয়েছে।
বিশ্ব ব্যাপী আজ স্বাধীনতার গর্ব।
৯০দশকে যুব বাঙ্গালী স্বৈর শাসনের পতন ঘটেছে।
আবার যদি সন্ত্রাসী ,চাঁদাবাজ,জেনাকারী পাপাচার
মাথা তুলে দাঁড়ায়।তারপর তারা ,বাংলার মাটিতে নিপাত যাক।
চিরঞ্জীবী,জাগ্রত থাকুক বাঙ্গালীর সাহস ভরা চেতনা।
এই হোক আজকের প্রত্যাশা।#