বিজয় মানে নীলা কাশে মিষ্টি চাঁদের হাঁসি
বিজয় মানে মধুর সুরে বাজাই বাঁশের বাঁশি
বিজয় মানে দামাল ছেলে কাব্য কথার সুরে
বিজয় মানে নিত্য ক্ষণে স্বাধীনতা ঘুরে।


বিজয় মানে পাখির মত স্বাধীনতা আনা
বিজয় মানে স্বাধীনতা মানতে নেই মানা
বিজয় মানে রক্তে ভিজা সবুজ দেশের মাটি
বিজয় মানে তুলনাহীন সোনার মত খাঁটি।


বিজয় মানে ছড়া কবিতা রক্ত ভিজা মাটি
বিজয় মানে শান্তি মাখা শীতল ভিজা পাটি
বিজয় মানে স্বাধীন বাংলা সারা বিশ্ব জুড়ে
লাল-সবুজ পতাকা ওই পাখির মত উড়ে।#