আকাশ জুড়ে মেঘের ভেলা
ভিজা দু’টি আঁখি
ভয়ের চোটে জোড় সোড়
চুপ করে যে থাকি।


কালো মেঘে  ছেয়ে গেছে
নীলা কাশের নীল
বিকট শব্দ বাতি জ্বলে
বিদ্যুতের সামিল।


আষাঢ় মাসে ঢেউয়ের দোলা
বৃষ্টি  ভিজা জলে
ঘাসেরা সব স্রোতের সাথে
কাতার দিয়ে চলে।


ঝড় বাদলে টাপুর টুপুর
বাজে বাশির সুর
বৃষ্টি  ভিজে যাব আমি
ঐ না অনেক দুর।।