বর্ণ আমার
মোহাঃ আসাদুজ্জামান আসাদ


বর্ণ আমার বণ মালা
কথা বলার বুলি
মাতৃ ভাষা শিখি আমি
যাই না কভু ভুলি।


বর্ণ আমার মায়ের মুখে
মধুর মাখা হাসি
পড়া-লিখা শিখিব আমি
দেখব জগত বাসি।

বর্ণ আমার মাকে বলা
আদর মাখা ভাষা
এই ভাষাতে বললে কথা
মিঠে মনের আশা।


বর্ণ আমার র ফিক ভাইয়ের
রক্ত ঝরা ভাষা
সালাম,শফিক শত শহীদ
হাজার জনের আশা।


ভাষার জন্য জীবন-মরন
রক্ত ভিজা মাটি
মাতৃ ভাষা বাংলা আমার
সোনার চেয়ে খাটি।