রাখালী ঐ বাঁশির সুরে মন থাকে না নীড়ে
ফুলে ফুলে ভরা থাকে চারি ধারে ধারে
গরু দিয়ে চাষা জমি, ভরা ধানের খেতে
ব ধুরা সব ধান ভানে গানে মেতে মেতে।


নদী- নালা, খাল- বিল তরু লতা ছায়া
ভাল লাগে ভালো বাসি দেশ ভরা মায়া
সবুজ ভরা তরু লতা ছায়া সারি সারি
মেঘের সাথে যায় দেখা যায় পরী দের আড়ি।


স্বন ধানের হাসির ঝিলিক হাসি মুখে ফিরে
ফিরে আসে অনাবিল সুখ ধীরে ধীরে
হাজার রকম পাখ-পা খালি ভরা দুটি আঁখি
মধু মাখা সুরে সুরে করে ডাকা ডাকি।


নীলা কাশে তারার মেলা কালো মেঘের বাড়ি
পাখা হলে উড়ে যেতাম অতি তাড়া তাড়ি
তুলি হাতে শিল্পী দেখি দেশের ছবি আঁকে
মাটির মায়া ভালবাসা চির দিনে থাকে ।#