হিজাব মানে পর্দা করা
যথা যথ মানা
তা না হলে বিচার হবে
সত্য বলে জানা।


হিজাব মানে ভদ্র-নম্র
বিধি বিধান জানি
পর্দা মেনে  নারী জাতি
হয় যে মহা রানী।

হিজাব মানে শান্তি সুখে
নারী জীবন  মানা
পর্দা ছাড়া  পর কালে
হবে জীবন ফানা।


হিজাব মানে লজ্জা-শরম
সুখের ঝরনা ধারা
পর্দা মেনে নারী সমাজ
হয় যে আত্ম হারা


হিজাব  মানে স্বর্গ-সুখ যে
আসে তাড়া তাড়ি
খোদা ভীতির মহা গুনে
নারী জীবন গড়ি।#