আকাশটা যে ঢেকে আছে হিম কুয়াশার মেঘে
মানব জীবন অতি কষ্ট দেখি বাড়ি থেকে
টাপুর-টুপুর শীতের ফোটা মাথায় রাখি ছাতা
হিমেল বাতাস ঠাণ্ডা অতি শিশির ভিজা পাতা।


ভোরের বেলা শুয়ে থাকি কেতা,কম্বল গায়ে
শরীর আমার মুড়ে রাখি, শিশির ভিজা পায়ে
ধনীর পোলার ঠাণ্ডা বেশী শুয়ে থাকে খাটে
গরীব সবে পেটের জ্বালায় ছুটে নদীর ঘাটে।