নিশি রাত,বিশাল শূন্যতা
আলোহীন ঘর,খোলা জানালা,রক্তে মাংসে
জ্বলে অগ্নি শিখা।
স্মৃতির খাতায় নিদ্রাহীন রজনী
মনের আলমারিটার জমানো ঘুম।
তীব্র প্রচেষ্টা,সময়ের অপচয়,বিকট শব্দ,
বিষাদের চাবুক,কান্নার আহাজারি
অনুসন্ধানে সুর, ভাসে অশ্রু জল
সে জলে ভাসে জীবন তরী।
এ দেহ প্রকম্পিত ,
তারপর জেগে উঠে জোছনা ।#