বর্ষা কালে ভেসে বেড়ায় কালো মেঘের ভেলা
কোথায় গেল রোদের আলো কেটে গেল বেলা
খালে বিলে শাপলা শালুক ডাকে ডাহুক পাখি
সবুজ বাংলার সবুজ দেখে মুগ্ধ দুটি আঁখি।


বর্ষা কালে সবুজ গায়ে নানা রকম সাজে
কৃষক চাষী মাঠে ঘাটে ব্যস্ত কর্ম কাজে
চারি দিকে পানি থৈ থৈ হাসের দল যে ভাসে
হৃদয় মাঝে সুখের দোলা ঢেউ দুলিয়ে আসে।


বর্ষা কালে জলের মাঝে হাজার নৌকা সারি
হাট বাজার আর মামা বাড়ি যাচ্ছি তাড়া তাড়ি
বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে নূপুর বাজে
মনটা আমার যায় ছুটে যায় সকাল দুপুর সাজে ।#