রক্ত মাংসের জীবন বড়ই কষ্টের
আমি নিববে কাঁদি,
বেদনার সাগরে ভাসে মায়ার ভেলা
উত্তাল-পাতাল ঢেউ,ভাঙ্গে নদীর দুকূল
তবু, জটিলতার সমাধান আসে না।
মাথার উপর কষ্টের কালো মেঘ
ভেঙ্গে পরে আশার ডালপালা,তুমি ছিলে, আছ এবং থাকবে
আমি আশায় বসে থাকি অনন্ত কাল।
অবশেষে সংবাদ পাবে,আমি চলে গেছি অর্মতলোকে
সময় হলে,সাদা কফিন টা দেখে যাবে।#