সাগর-নদী ঢেউয়ের দোলা প্রেমের মিলন মেলা
খোদার রহম দেখে বুঝে কাটাই সারা বেলা
জলের উপর সারি সারি ভাসে হাজার ভেলা
সাগর জলে হাজার প্রাণী খোদার নীলা খেলা।


গহীন বনে, পাখ-পাখালি কিচির মিচির গানে
সেই সে গানে মন ভরে যায় দোলা লাগে প্রাণে
নীলাকাশে হাজার তারা আলো ঝিকি মিকি
খোদার প্রেমে ভালো বাসা তাই তো তোমায় ডাকি।


শীতল বাতাস, গাছের পাতা ধীরে ধীরে নড়ে
ঝড় বাতাসে সবুজ পাতা তোমার নামে পড়ে
সবুজ গাছে অক্সিজেন যে মানুষ পেয়ে থাকি
মহান স্রষ্টার চিন্তা-ভাবনা কোথায় থাকে বাকী ?


আকাশ-বাতাস ,পাহাড়- ঝর্ণা রবের জিকির করে
রবির আলো ,চাঁদের কিরণ ঝির ঝিরিয়ে পড়ে
সাগর জলে জোয়ার ভাটা সময় ক্ষণে আসে
মহান প্রভুর প্রেমের জলে মানুষ সুখে ভাসে।

চৈত্র মাসে মাথার উপর কালো মেঘের ভেলা
কার হুকুমে বৃষ্টি পড়ে খোদার দারুণ খেলা
তার সে রহম ছড়িয়ে আছে সারা বিশ্ব মাঝে
তিনিই হলেন মহান প্রভু থাকেন সকাল সাজে।#