একজন মানুষ। সদ্য ফুটা ফুলের
স্নিগ্ধতা,মমতা,ভালবাসার আচল,মায়াভরা, ছায়াময় গাছ।
বুকের বাগান থেকে, রোজ ফুলের কলি ফুটে
পাপড়ির হাজার রং,পথিকের অপলক দৃষ্টি
লাল-সবুজ,নীল-হলুদ,বেগুনি-আকাশী ও কমলা রঙে
রঙিন সমাবেশ,আমার হৃদয়ে ধুসর চেতনা।
আমি জেগে উঠি,বসন্ত ফুলের বন্যায়
হঠাৎ স্বপ্নের ঘূর্ণি পাক, ফুল ঝড়ে হৃদয়ের বৃন্ত থেকে
ফুলহীন গাছ,পাতা-ডাল নিথর মানুষের ব্যথা
আমার হৃদয় যখন উড়ন্ত পাখি, তখন  ফুটন্ত ফুল বুঝে না।
প্রিয় জনের সামান্য আঘাতেই হৃদয় সাগরে
ব্যথার মহা সমাবেশ,ঢেউয়ের তরঙ্গমালা
প্রবাহিত প্রতি ক্ষণে।বেদনার বাঁশি বাজে
মানুষের হৃদয়ে ।#