গাছের শাঁখে
কলমি বাঁকে
বইছে শীতল হাওয়া।
মাটির বুকে
সুখে দুঃখে
সব কিছুতে পাওয়া।


বন-বনানী
ঝন-ঝনানী
পাখ-পাখালির বাসা।
মায়ের কোলে
হেলে দোলে
মিটে মনের আশা।


সকাল-সন্ধ্যা
ক্লান্ত হয় না
আমার দেশের চাষী।
স্বন ধানে
গভীর ধ্যানে
ফুটে মুখে হাসি।#