মায়ের পাগল খোকা আমি
মায়ের আচল ধরি
মায়ের আদর পাবার তরে
পিছে পিছে ঘুরি।


মায়ের মনটা অতি পাগল
শুধু খোকার জন্য
মায়া মমতা ভালোবাসায়
হব আমি ধন্য।


মায়ের কোলে জন্ম নিয়ে
মায়ের কথা শিখি
তারেই মায়ায় লালন-পালন
বড় হয়ে থাকি।

মায়ের স্মৃতি বড় স্মৃতি
করি যে স্মরণ
তার যে সেবা না করিলে
আসবে যে পতন।


মায়ের খুশিতে আল্লাহ খুশি
সত্য জানি সবে
তার দুঃখে যে আল্লাহ দুঃখী
জানতে হবে তবে।


মায়ের পদ তলে হবে
সন্তানের জান্নাত
মায়ের সেবা দু’জাহানে
পাব গো নাজাত।#