আমার ভালোবাসা পৃথিবী ময়
ভালোবাসা বুঝি না,বুঝি মনের অনুভূতিতে
মায়া-মমতার বাঁধন,যা হারিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে।
মিয়ানমার,আফগানিস্তান,ফিলিস্তিনই লাশের পর লাশ,
কোলের শিশু হারায় মা,বাবার স্নেহ বোনের আদর
হারায় প্রিয় স্বজন ।হাসপাতালে স্বজনের আহাজারি
সান্ত্বনা দেয়ার ভাষা কোথায়?
এ মুমূর্ষু তাণ্ডব নীলা, বিরতি আসবে কবে ?
চারি দিকে দুর্নীতি-সন্ত্রাস,অনধিকার,জুলুম,অত্যাচার
অতিস্ট জীবন,চোখে ফুটে রক্ত জবা।
প্রতিবাদে নেমে আসে দুঃশাসনের  লাল ঘোড়া
মিথ্যা শ্লোগানে,মুছে যাচ্ছে সত্য
নীতিমালা হীন নীতি, এ ধরায় কোথায় দাঁড়াব।#