আমার কাব্যে মাতৃ ভাষা মিঠে মনের আশা
দেশের প্রতি হাজার স্বপ্ন,হাজার ভালোবাসা
মায়ের মুখে মাতৃ ভাষা শুনি নিবব মনে
মাতৃ ভাষার মধুর সুরে মাঝি মাল্লা র গানে।


আমার কাব্যে হাস না- হেনা র  সুরভিত ঘ্রাণে
জুঁই চামেলি বকুল গন্ধে মুগ্ধ সবার প্রাণে
কনক-চাপা, কদম ফুলে ভ্রমর উড়া উড়ি
প্রজাপতির ডানায় চড়ে আকাশ দিব পারি ।


আমার কাব্যে খেতে ভারী দেশী মাছের মজা
আঁকা বাঁকা চিকন পথে চলা নয়কো সোজা
সাগর-নদী,খালে-বিলে ঢেউয়ে ঢেউয়ে মেলা
জীবন নদীর স্রোতের টানে কাটে শুধু বেলা।


আমার কাব্যে মাঠের বুকে স্বন ধানের হাসি
চাষী ভাইয়ের মুখে হাসি বাজায় মোহন বাঁশি
সবুজ ভরা দেশের মাটি সোনার চেয়ে খাটি
শান্তি- সুখের পরশ পাথর বিছা শীতল পাটি।


আমার কাব্যে সবুজ মাঠে  মিষ্টি শীতল ছায়া
সোনা-রুপা, হীরা-মানিক চোখে  লাগায় মায়া
মাতৃ ভাষা  মুখে বলি শান্তি মাখা বুলি
স্বদেশ প্রেমে রক্ত দিব যাব নাকো ভুলি।#