নিশি রাত,গোপনে প্রকাশ,আমার বেদনা
কেউ জানে না,আমি অনুভবে বুঝি।
জ্যোৎস্না রাত,কি মধুময় পৃথিবী,তবু পাথরের জীবন
গুড়ি গুড়ি পায়ে হেটে যাই।
এ জীবন সুখ-দুঃখের বাউল,হেমন্তের নীলাকাশ
ঘাস ফুল,কাশের ফুল,সোনালী রোদ,
শিশির ভিজা ঘাস।
সুবাসিত ফুলের ঘ্রাণে,ছুঁয়ে দেখেছি কতবার
অনুভবে জীবনকে বুঝেছি।
ছায়াময় জীবন,অমোঘ নিয়মে চলে জীবন নদী।
দিবা শেষে, নেমে আসে সন্ধ্যার ঘন কালো আধার
কল্পনার রাজ্যের,প্রকাশ আমার বেদনা
তবু মনের বিশুদ্ধ টুকু রেখেছি,আমার নিজস্ব বলয়ে।#