মহান স্রষ্টার প্রেমের খেলা সকাল বিকাল সাজে
গভীর জলে প্রেমের বাঁশি মধুর সুরে বাজে
প্রেমের জ্বালা বড় জ্বালা জ্বলে পুড়ে সারা
এ ধরাতে খোদা প্রেমে  কাপে সারা পাড়া।


অগ্নি কুন্ডি, ফুলের বাগান, খলিল যে জ্বলে না
মুসা জ্বলে খোদার প্রেমে পাহাড় তো জ্বলে না
ইউসুফ নবীর প্রেমের খেলা কোরআনে বননা
জীবন দিয়ে শহীদ হলো দ্বীনের বড় সেনা।


শাহজাহানের তাজমহল,প্রেমের বাসর ঘরে
প্রেম-সাগর যে পাড়ি দিব থাকব মোরা পরে
বিনি সুতার মহান বাঁধন বড়ই মনের আশা
দু’জাহানে মিটবে তখন সুখ ভরা পিপাসা।


খোদার সাথে প্রেমিক যুগল শ্রেষ্ঠ খেলার সাথী
সকাল-বিকাল ডাকি ডাকি কেটে যায় যে রাতি
সব খানে যে খোদা বিরাজ জীবন না যায় ক্ষয়ে
গোপনে ঐ প্রেমের সুধা  খোদার ভয়ে ভয়ে।#