পথ শিশু ফুল নিয়ে যে, ঘুরে রাজ পথে
কেউ যদি ফুল কিনে ঐ নিয়ে যায় সাথে
ফুল কিনে সে সুবাসিত হবে যে নিশ্চয়
পথ শিশুর মিটে আশা অন্য কিছু নয় ।


পথ শিশুর হাতে বই জ্ঞানী লোক খুঁজে
শিশুটির সুখে-দুঃখে কেউ নাহি বুঝে
বই পড়ে জ্ঞান ভরা হবে আলোর  বাতি
ধনী-গরীব মিলে-মিশে তারাই হবে সাথী।


পথ শিশু ঘুরে ফিরে  অলি-গলি বস্তির
কষ্টের জ্বালাতে যে হয়ে উঠে অস্থির
বেচে আছে তবু তারা মেনে নিয়ে পরাজয়
জীবনে যে একদিন ফিরে আসে মহাজয়।#