পড়ন্ত বিকাল।গোধূলির রক্তিম আভা
অপরূপ সাজে,সেজেছে পৃথিবী।
সবুজ রঙে,রঙিন ধানের খেত,
সুখের পরশ নিয়ে বিছানো শান্তির বিছানা।
ফুলের সুবাসিত ঘ্রাণ,হিমেল বাতাস
খেলে লুকোচুরি খালা
মায়াবী স্বপ্ন,হৃদয় বাগানে ছড়ায় মুঠো ভরা সুখ।
আনন্দ উল্লাস,ধুলি মাখা পৃথিবী
প্রজাপতির রঙিন ডানা,কোকিলের কুহুতান
নদীর স্রোত,সাগরের ঢেউ,সবুজ বৃক্ষ-লতা
মিলন হয় চোখের মেলা
কি অপরূপ ? আমার এই স্বদেশ ভূমি।