ফুলের ডাল যে দুলে উঠে কার নামে সে জানি
অতি সুন্দর জ্ঞানে ভরা তোমার মুখের বাণী
কোন খানে যে কোথা থেকে তোমার নামের সুরে
রাসুল(দ) তোমার প্রিয় নামটি শুনি অনেক দূরে ।


পাখ-পাখালি গানের সাথে ঝর্ণা যায় যে ছুটে
ঝির ঝির ঐ শীতল বাতাস সুর হয়ে যে ওঠে
রাসুল(দ) তোমার মধুর নামে ডাকি সকাল দুপুর
নদীর জলে ঢেউয়ের দোলা বাজে টাপুর টুপুর।


মহা মহিম,শান্তি মাখা রাসুল(দ) আমার মুখে
খোদার হাবিব প্রিয় রসুল হাসি ভরা সুখে
এ ধরাতে সর্ব শ্রেষ্ঠ পিয়ারা নবী তুমি
দু’জাহানে মহান নেতা তুমি অন্তর্যামী।