শরৎ কালে মাঠে মাঠে
সবুজ ধানের চারা
খালে বিলে পুকুর জলে
দেশী মাছে ভরা।


সাদা কালো মেঘের ভেলা
নীলা কাশে উড়ে
পাখির ঝাঁক যে দলে দলে
ঘরে আসে ফিরে।


হাস না-হেনে বকুল ফুলে
মুগ্ধ করা ঘ্রাণে
হ্রদ ভরে মুগ্ধ করে
পাখির গানে গানে।


শরৎ কালে কাশের বনে
ফুল পরী দের হাসি
নদীর ধারে রাখাল ছেলে
বাজায় বাঁশের বাঁশি।


নদীর জলে সাদা বকের
দেখি লম্বা সারি
নব বঁধু আলতা পায়ে
হাটে তাড়া তাড়ি ।


জেলে-মাঝি গানের কণ্ঠে
চঞ্চলা দিন কাটে
সবজি চাষে,ব্যস্ত থাকে
চাষী খেতে মাঠে।


শরৎ কালে হিমেল হাওয়া
মন ভরে যায় সুখে
আকাশ জুড়ে তারার মেলা
থাকে হাসি মুখে।


জোনাকি পো কার আলো মিছিল
জ্বলে ধীরে ধীরে
প্রভাত বেলা রবির কিরণ
ফিরে আসে  নীড়ে।#