আমার ছেলের নাম স্বাধীন
বাইরে খেলছে। হঠাৎ শোনে গুলি-বোমার বিকট শব্দ,
তার মন চমকে উঠে।তারপর বলল,
মা আমি আসছি,ফিরতে একটু দেরি হবে।
মা,বলল। কোথায় যাচ্ছিস রে বাবা।কো...থা...য়......।
ছেলে চোখের আড়াল হল,দিন,সপ্তাহ,মাস গেল
অপেক্ষার সময় শেষ হল না।
দীর্ঘ নয় মাস।পাক হানা দের সহস্র গুলি-বোমার শব্দ
শক্রর আক্রমণ, নদীর জলে রক্তের বন্যা।
শীতল বাতাসে ভাসে রক্ত-লাশের গন্ধ
নিরব কান্না,তীব্র হাহাকার,কোথায় দেশের মানুষ।
আমি হাজার লাশের মাঝে স্বাধীন কে খুঁজি?কোথায় আমার স্বাধীন।
স্বাধীন ফিরে নি,ফিরেছে স্বাধীনতার নামে স্বাধীন দেশ।#