যা অতীত-তাই স্মৃতি
স্মৃতির ঝড়ে ফিরে আসে বৈশাখ
জীবনের সব অঙ্গে,ছিঁড়ে ছিঁড়ে প্রবেশ করে  ।
বসন্তের পুষ্প কানন,শ্রাবণে ভরা নদী
প্রলয় করা স্রোত দুকূল ভাঙ্গে
তারপর,শান্ত হয় জীবন নদী।#