ষড় ঋতুর পৃথিবী,চলছে পালা বদলের হাওয়া
হৃদয়ে লাগে না কোন ঋতুর ছোঁয়া
হারিয়েছে সুন্দরের অপরূপ মাধুর্য।
নীলাকাশ,ঢাকা এক খণ্ড কালো মেঘ
মেঘের আড়ালে সূর্যের আলো, জ্যোৎস্না ভরা চাঁদ।
ঘুরে পৃথিবী,বিশ্বাস-অবিশ্বাসে নেই বিবাদ
ভাঙ্গে মন আর সংসার।
আমি ধ্যানে মগ্ন,বৈষয়িক ভাবনা,চিন্তার দরবার গড়েছি
প্রভুর নেশায় বিভোর,তবু পাগল পারা মন।
সারা বিশ্বে নেতা-নেত্রীর
স্বরচিত সংবিধান,শুভঙ্করের ফাঁকি,বিচার বহির্ভূত ফাঁসি।
আল কোরআন চেতনার আয়না,মুমিনের বিধান,শান্তিময় ঝর্না ধারা
হে প্রভু,অমান্য কারী কে মহা শাস্তি ,শাস্তি দিও তাকে।#