শব্দের জ্যাম জোট,বিধ্বস্ত নগরী
চারিদিক কান্নার মহা হাহাকার
কোথাও নেই বিশুদ্ধ পরিবেশ।
রক্ত জ্বলা চোখ, রমণীর ধবল করোটি খেলা
অপরাজিত সৈনিক, রক্তমুখী সাদিয়ার আশু প্রত্যাশা
যদিও মেঘের আড়ালে সুর্য্য গড়িয়েছে অনেক দূর।
খল নায়ক দেখে না দেহের ভাজ,ছড়িয়ে গেছে সব আবরণ।
জীবনের শেষ বিকাল
প্রকৃতির আচ্ছন্ন প্রহর,থাকে শুধু সব শূন্যতা বিরাজমান।#