সুখের জন্য দেই পাড়ি দেই
সাগর কিংবা নদী
সুখের কাছে মনের  কথা
বলা যেত যদি।


কারন ছাড়া সুখের পাখি
সুখের বালি চর
আশা নিয়ে বাধি বাসা
শূন্য আমার ঘর।


টাকা কড়ি, সোনার খনি
থাকি যে মশগুল
চিন্তা ভাবনা জীবন- স্বপ্ন
সব হল যে ভুল।


সুখের আশায় বাধি যে ঘর
পাই যে শুধু যন্ত্রনা
সাথী হারা এ জীবনে
কে দিবে সান্ত্বনা।


চঞ্চলা এই সুখের ঘোড়া
ছুটছে অবিরত
কোথায় পাব তার ঠিকানা
মন যে ক্ষত ক্ষত।


প্রশান্তি তে থাকলে হ্রদয়
সুখ বলি তাকে
সুখের ডালি আসুক ফিরে
শুধু ঝাঁকে ঝাঁকে।#