মরু সাহারার বুকে
পিপাসিত পথিকের বোবা কান্না
তবু আমি,সুখের  স্বপ্ন আঁখি, ভালোবাসার বৃষ্টিতে।
জীবনের চলমান ঘূর্ণিপাকে,গভীর অন্ধকার
অথচ,পথ দেখায় জোনাকির আলো।
ভালোবাসার জীবনে, বহমান রক্তের প্রবাহ
নদীর স্রোত,তীর ভাঙ্গে আশাহত কৃষকের।
প্লাবনে স্রোতে প্রেমের ভূমিতে সোনা জমে
সোনালী স্বপ্ন দানা বাঁধে
তারপর,সুখের স্বপ্ন আঁখি আমার বুকে।#