মায়ের মত,মায়া ভরা আমার ছোট গাঁয়ে
আঁকা বাঁকা ডাহুক নদী চলে বয়ে বয়ে
নদীর জলে নৌকা চলে মাঝি বাজায় বাঁশি
চাঁদের কিরণ নদীর জলে মধুর মত হাসি।


সবুজ ভরা গাছ-গাছালী আছে সারি সারি
মায়ার বাঁধন,আচল-ভরা,দেখি সবার বাড়ি
বাড়ির সামনে বিরাট দীঘি নানান মাছে ভরা
দেশের মাটি হীরা-মানিক সোনার দিয়ে গড়া।


বাঁশ বাগানে পাতার ফাঁকে নিত্য চাঁদের হাসি
রবির আলো প্রভাত বেলা পরছে রাশি রাশি
কৃষক-চাষী সকাল বেলা যায় যে মাঠের পানে
বিকাল বেলা গরুর পাল যে বাড়ি ফিরে আনে।


আলতা পায়ে গায়ের বধূ খালি পায়ে হাটে
সওদা কিনতে বাজার যাবে নৌকা বাধা ঘাটে
সোনালী রোদ ঝিলিক ছড়ায় সোনালী প্রভাতে
আমার গায়ে সুখের দোলা থাকে ডালে ভাতে।#