হেমন্ত কাল মাঠে ঘাটে সুখের বাতাস আসে
চারি দিকে হিম কুয়াশা আসে শুধু ভেসে
সোনার ধানে মাঠ ভরেছে সবার মুখে হাসি
রাখাল ছেলে মাঠে বসে বাজায় প্রেমের বাসী।


হেমন্ত কাল আসল যখন আসে সুখের ডালি
মাঠে মাঠে ফলায় ফসল আমার দেশের মালি
সারা মাঠে পাকা ধানে ভেলকি হাসি দেখি
কাস্তে হাতে চাষী ভাইয়ে করছে মাখা মাখি।


পাকা ধানের ঝিলিক দেখি জ্যোৎস্না ভরা রাতে
সুখের দোলা লুকো চুরি খেলবে আমার সাথে
স্বদেশ প্রেমে মুগ্ধ হৃদয় জুড়ায় সবার প্রাণে
মন ভরে যায় এ সব দেখে দেশের গানে গানে।


স্বর্ণ মাখা আমন ধানে ভরা সবার বাড়ি
ধানের টাকায় কিনবে বাবা মায়ের নতুন শাড়ী
ঢেঁকিতে মা নতুন চালে পিঠা পায়েস করে
আরাম আয়েশ থাকুক তবে সবার ঘরে ঘরে।#