খোদার রহম যায় না গুনা,শেষ হবে না কভু
লুটিয়ে নিলে ও সেই সে রহম ফুরবে না তবু
সৃষ্টি তোমার সবুজ ভূমি
দু’জাহান মালিক তুমি
তোমার দয়া রহম ছাড়া বাঁচা যায় না কভু।


প্রভু তোমার দয়া-মায়া এ পৃথিবী ভরা
বন-বনানী,লতা-পাতা সবাই আত্ম হারা
তোমার নামে আমি ডাকি
কেঁদে আমি ভিজাই আঁখি
নিশি-দিনে তোমার নামে হই যে পাগল পাড়া।


আকাশ-বাতাস,চন্দ্র-তারা আলোর মিলন মেলা
রবির কি রন,আলো ভরা খোদার নীলা খেলা
সকাল সাজে সিজদা করি
তোমার নামে জীবন গড়ি
তোমার নামে জিগির করি কাটাই সারা বেলা।#