তুমি হীন এ জীবন,জলহীন নদী
স্রোত হীন গতি,তবু প্রসারিত বিরতি হীন ঝরণা ধারা।
তুমি হীন এ জীবন ,ঘণ কালো মেঘে ঢাকা
কঠিন বজ্রপাত,ভাঙ্গে না মন,আরো সু-দৃঢ়।
তুমি হীন এ জীবন,নীড় হীন পাখি মত,
বিশ্রামে  ফিরি আসি,সন্ধ্যায় আপণ নীড়ে।
তুমি হীন এ জীবন,ক্ষত বিক্ষত হ্রদয়
তবু প্রশান্তির অমিয় বারি ধারা প্রবাহিত ।
তুমি হীন এ জীবন,বিশাল শূন্যতা
অপেক্ষা শেষ হবে
তুমি আসবে জোয়ার উঠবে,পাখি ডাকবে
উঠবে আশার রবি।#