নিশি রাত,কালো মেঘে ঢাকা
ভালোবাসার নীলাকাশ।
চলছে পালা বদলের হাওয়া
হঠাত ভোরের আগমন। চারিদিক বিকট শব্দ
ভেসে উঠে দিগন্ত জোড়া ফসলের মাঠ
হিমেল বাতাসে উড়ে শাড়ীর আচল
ঝড়ে পড়ে গাছের শুকনো পাতা
মনের স্বপ্ন, ডানা মেলে উড়ছে আকাশে
আমার নীরবতা ভেঙ্গে প্রবাহিত হয় বিবর্ণ সকালে।
ভাসবে স্বপ্ন,সবুজ জমিন
ভাসবে,জীবনের সবুজ কবিতা।#