মহা বিপদ,চারি দিকে কাটা তারে ঘেরা
কালো মেঘের বজ্রপাত,বিদ্যুতের চমক
যেন ঝিনুকের মুখে মুক্তা র হাসি।
আমি বড়ই সু ভাগ্যবান,আমার আবাস স্থল
এসি দালান ঘর, প্রশস্ত রাস্তা
মা,মাটি ও স্বদেশ প্রেম,চাষী র মুখে হাসি
দারিদ্রের বন্ধু,ধনীর অহংকার,রাজার রাজ বাড়ি
এ স্বপ্ন শুধুই আমার।
নীরব-নিথর বিবেক,থমকে দাঁড়ায় গতি
এ পৃথিবী নিত্য আমায় হাত সা নিতে ডাকে
প্রত্যাশা জীবনের, এ হোক সবার কামনা।#