এ কেমন অচিনপুরে-,
দুলে যাওয়া হাওয়ার সুরে
পাতা ঝরা শাখায় শাখায়-
    ফুলটি ফোটে-; কেমনে ফোটে ?


ভ্রমর'রা আবার কেমন-
সেই ফুলে হয়গো গমন ?
সেই ফুলে কেমন করে
       সুবাস ওঠে-, কেমনে ওঠে ?


বলে শুনি- বনের দাসী
'সেই ফুল হয় না বাসি',
সেই ফুলে আবার গাঁথা
        হয় যে মালা, সুবাস চোটে !


সেই মালা আবার নাকি
সবারে- নেয় যে ডাকি,
সেই মালা কেমন করে
        নিজের ডোরে- পুষ্প জোটে ?


'সেই পুর' থাকলে জানা
গজিয়ে দুইটি ডানা-
উড়ে উড়ে যেতাম দূরে;
        যেমন আজ- হৃদয় ছোটে !


এ কেমন অচিনপুরে-,
দুলে যাওয়া হাওয়ার সুরে
পাতা ঝরা শাখায় শাখায়-
    ফুলটি ফোটে-; কেমনে ফোটে ?