কষ্ট হলে- সে খোঁজ নিতো,
আবডালে- সে রোজ নিতো।
মান ভাঙতো, ক্ষত সারতো,
কিংবা ক্ষতর বোঝ নিতো।
কষ্ট হলে-, সে খোঁজ নিতো।


অনলাইনে সে রোজ আসে,
কারোর পাতায়- খুব ভাসে;
আমার পাতায়-, "নিরবতা'য়",
কি আর... সেই- নিম তেতো...!
কষ্ট হলে, সে- খোঁজ নিতো।


তাইতো দেখি-,  হপ্তা খাতায়
হর্ষ'তে তার দিন চলে যায়।
'নেইতো কষ্ট-', বলছি স্পষ্ট-!!
"আপন ফিরলে, সে সব পেতো"।
কষ্ট হলে-, সে খোঁজ নিতো।


খোঁজ রাখে, সে- 'কেবল তার',
শোবার ঘরে'তে-, বিছানা যার।
বুকেও লাগায়-, মানও ভাঙায়-;
আমার বেলায়ও... এমন হতো!
কষ্ট হলে-, সে... বেশ নিতো...।
''অবশ্যয়ই-! সে- রোজ নিতো"!